ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল, বেলডাঙা, ১০ আগস্টঃ বেলডাঙায় রেশন দোকানে বিক্ষোভ এলাকাবাসীর। শনিবার সকাল ৯ টা নাগাদ গ্রাহকদের হয়রানি ও তাদের প্রতারিত করার দাবিতে বেলডাঙা থানার বড়ুয়া এলাকার জাহানারা বেওয়া রেশন ডিলারের বিক্ষোভ দেখায় তারা। তাদের অভিযোগ, পর্যাপ্ত পরিমানে মাল সরকার রেশন দোকানে দিলেও সেই পরিমান গ্রাহকদের না দিয়ে তাদের প্রতারিত করছে। দীর্ঘদিন থেকে এই ডিলারের আওতায় যেসব রেশন গ্রাহক ছিল তাদের অনেকেই এলাকা থেকে প্রায় ৪-৫ কিলোমিটার দূরে রেশন নিতে যেতে বাধ্য করে দিয়েছে। ঘটনাকে ঘিরে রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখায় এলাকাবাসী।


No comments:
Post a Comment