ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল ও ইনজামাম, বেলডাঙা, ৯ আগস্টঃ বেলডাঙায় বস্ত্র বিতরণ অনুষ্ঠান কর্মসূচি পালন করল সূতিঘাটা প্রাথমিক বিদ্যালয়। শুক্রবার দুপুর ২ টা নাগাদ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে  ৪৩৫ জন এলাকার দুঃস্থ প্রাক্তন শিক্ষার্থী ও দরিদ্র মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। স্বাধীনতা দিবস ও ইদুজ্জোহা উপলক্ষে দুঃস্থদের সাহায্যার্থে এই বস্ত্র বিতরন বলে জানান স্কুলের প্রধান শিক্ষক হিলালউদ্দিন। উপস্থিত ছিলেন সারগাছি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অমৃতা বিশ্বাস, বেলডাঙার বিশিষ্ট সমাজসেবী শিক্ষক  মোঃ হাসানজ্জামান, শিক্ষক-শিক্ষিকা সহ বিশিষ্টরা। এদিন  শাড়ি, টি-শার্ট, শার্ট, কুর্তি, ফ্রক, ওড়না সহ বিভিন্ন ধরনের মোট ৪৩৫টি পোশাক তুলে দেওয়া হয়। ইদুজ্জোহার আগে এই পোশাক পেয়ে খুশির হাওয়া এলাকায়।
 



 
No comments:
Post a Comment