07 July 2019

রঘুনাথগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে শ্বশুরের মাথা কাটলো জামাই



ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ৭ জুলাইঃ নেশাগ্রস্ত জামাইয়ের হাতে খুন হলো শ্বশুর। রবিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ থানার মিঞাপুর এলাকায়। মৃতের নাম অসীম মাঝি। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত জামাই সুভাষ সরকার। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মৃত ব্যক্তির স্ত্রী জানান অভিযুক্ত সুভাষ সরকার কোন কাজ না করাই সংসারে অশান্তি হতো। এদিন নেশার জন্য শ্বশুরের কাছ থেকে টাকা চেয়েছিল সে, কিন্তু টাকা না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে শ্বশুরকে। ঘটনাস্থলে মৃত্যু হয় অসীম মাঝির। ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

No comments:

Post a Comment