ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ৮ জুলাইঃ মাঠ থেকে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল ভরতপুরে। সোমবার সকালে ভরতপুর থানার করমদি গ্রাম সংলগ্ন মাঠ থেকে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করল ভরতপুর থানার পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে স্থানীয় মানুষেরা কাজ করতে গিয়ে দেখতে পায় জঞ্জালের মধ্যে একটি মহিলার মৃতদেহ পড়ে রয়েছে। খবর দেওয়া হয় ভরতপুর থানায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাটির তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ।


No comments:
Post a Comment