ওয়েবডেস্ক, কথাবার্তা, ডোমকল, ১ জুলাইঃ মুর্শিদাবাদ জেলার ডোমকল পৌরসভার পৌরপিতার বিরুদ্ধে অনাস্থা ডাকলেন ১৩ জন কাউন্সিলার। ২১ জন কাউন্সিলার বিশিষ্ট ডোমকল পৌরসভার তৃণমূল কংগ্রেসের বর্তমান পৌরপিতা সৌমিক হোসেন। এই পৌরসভার সহকারী চেয়ারম্যান কার্তিক চাকির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ১৩ জন কাউন্সিলার মিলে পৌরপিতা সৌমিক হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ এসডিও অফিস ও পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সুজয় সাধু-র হাতে দেন জমা দেন। #আরও জানতে ভিডিও দেখুন


No comments:
Post a Comment