ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল, বেলডাঙা, ২৮ জুনঃ কাটমানি এবার ভিসাতেও। শুক্রবার বেলডাঙায় এক ভিসা প্রতারককে কাটমানি নেওয়ার অভিযোগে আটক করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে প্রতারক কে নিয়ে যায়। প্রতারকের নাম আসবাহার সেখ(৩২)। বাড়ি মহ্যমপুর বড়খোলাপাড়া। জানা যায়, ৪ বাছার আগে আরব দেশের ভিসা করার নাম করে হরেকনগর এলাকার আসাদুল সেখ ও ইনজামুল সেখ নামে দুই জনের কাছ থেকে ৬০,০০০ টাকা নেই। তারপর থেকে এলাকা ছাড়া। ৪ বছর থেকে অনেক খোঁজা খুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। আসবাহার সেখ বিভিন্ন মানুষদের ভিসা দেওয়ার নামে প্রতারণা করে বলে অভিযোগ। বৃহস্পতিবার তাকে বেলডাঙায় দেখতে পেয়ে ঘড় বন্দী করে রাখে। শুক্রবার সকাল ১০ টা নাগাদ তাকে পুলিশের হাতে তুলে দেয়। হরেকনগর এলাকার আসাদুল সেখের পিতা এলামবাড়ি সেখ পেশায় দিনমজুর ও ইনজামুল সেখের পিতা জাহাবআলী সেখ প্রতিবন্ধী। তারা এখন টাকার আর্জি জানিয়ে পুলিশের দারস্ত।
28 June 2019
কাটমানি এবার ভিসাতেও, প্রতারককে আটকে রেখে বিক্ষোভ বেলডাঙায়
ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল, বেলডাঙা, ২৮ জুনঃ কাটমানি এবার ভিসাতেও। শুক্রবার বেলডাঙায় এক ভিসা প্রতারককে কাটমানি নেওয়ার অভিযোগে আটক করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে প্রতারক কে নিয়ে যায়। প্রতারকের নাম আসবাহার সেখ(৩২)। বাড়ি মহ্যমপুর বড়খোলাপাড়া। জানা যায়, ৪ বাছার আগে আরব দেশের ভিসা করার নাম করে হরেকনগর এলাকার আসাদুল সেখ ও ইনজামুল সেখ নামে দুই জনের কাছ থেকে ৬০,০০০ টাকা নেই। তারপর থেকে এলাকা ছাড়া। ৪ বছর থেকে অনেক খোঁজা খুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। আসবাহার সেখ বিভিন্ন মানুষদের ভিসা দেওয়ার নামে প্রতারণা করে বলে অভিযোগ। বৃহস্পতিবার তাকে বেলডাঙায় দেখতে পেয়ে ঘড় বন্দী করে রাখে। শুক্রবার সকাল ১০ টা নাগাদ তাকে পুলিশের হাতে তুলে দেয়। হরেকনগর এলাকার আসাদুল সেখের পিতা এলামবাড়ি সেখ পেশায় দিনমজুর ও ইনজামুল সেখের পিতা জাহাবআলী সেখ প্রতিবন্ধী। তারা এখন টাকার আর্জি জানিয়ে পুলিশের দারস্ত।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment