ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল, বেলডাঙা, ১ এপ্রিলঃ ভাগীরথী নদীর জলে ডুবে গেল তৃতীয় শ্রেণির পড়ুয়া। নাম আকতারুল সেখ (৯)। বাড়ি মির্জাপুর পশ্চিমপাড়া। মির্জাপুর নিম্নবুনিয়াদি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর ১ টা নাগাদ মির্জাপুর কাজিপাড়া ফেরীঘাটের কাছে। জানা যায়, দুই ভাই নবাব সেখ (১১) ও আকতারুল সেখ (৯) রবিবার ছুটির দিন দুপুরের স্নান করতে যায় ভাগীরথী নদীতে। নদীতে নেমে স্নান করতে গিয়ে স্রোতের টানে তলিয়ে যায় আকতারুল। নবাব সেখ ভাইকে বাঁচাতে গেলে সেও জলে তলিয়ে যেতে থাকে। মাঠে কর্মরত চাষিরা ছুটে এসে নবাব সেখকে বাঁচায়। আকতারুলের খোঁজে নদীতে তল্লাশি চলছে। তার পিতার নাম সাইফুল সেখ। আকতারুলের বয়স যখন তিন মাস তখন তার পিতা অসুস্থ হয়ে মারা যায়। ঘটনায় শোকাহত বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকাবাসী।


No comments:
Post a Comment