03 April 2019

বেলডাঙায় নাকা চেকিং এ উদ্ধার লক্ষাধিক টাকা



ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল, বেলডাঙা, ৩ এপ্রিলঃ বেলডাঙায় নাকা চেকিংএ ধরা পড়লো ১ লক্ষ ৭২ হাজার টাকা। বুধবার দুপুর ১২ টা নাগাদ সারগাছি পুলিশ ফাঁড়ির সামনে ৩৪ নং জাতীয় সড়কে নাকা চেকিং এর সময় এই টাকা উদ্ধার করে এসএসটি টিম। সূত্রে জানা গেছে, এদিন রামপুর হাট থেকে  দেবাশিষ সদ্দার নামে একজন ব্যক্তি বুলেরো গাড়ি নিয়ে এই টাকা নিয়ে যাচ্ছিল। বেলডাঙা ব্লক-১ এর সারগাছি পুলিশ ফাড়ির সামনে থেকে এই টাকা উদ্ধার হয়।

No comments:

Post a Comment