ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল, বেলডাঙা, ২৯ মার্চঃ জমিবিবাদের জেরেই প্রতিবেশীদের হাতে কুপিয়ে খুন গৃহবধূ। মৃত গৃহবধূর নাম ময়না বিবি(৪০)। তার বাড়ি রেজিনগর থানার কুলবেড়িয়া গ্রামে। অভিযোগ প্রতিবেশি একই পরিবারের ৪ জনের নামে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মাঝরাতে রেজিনগর থানার কুলবেড়িয়া গ্রামের মাঠে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে স্বামী মজিবুর সেখ কে। মৃতার পরিবার সূত্রের খবর, দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিবাদ চলছিল প্রতিবেশি একটি পরিবারের সঙ্গে। এদিন রাত্রে জমিবিবাদ কে কেন্দ্র করে ঝামেলা শুরু হলে প্রতিবেশী একই পরিবারের মুক্তার সেখ, হাইদার সেখ, আদর সেখ ছোকিনা বিবি গৃহবধূ ময়না বিবি কে বাড়ি থেকে টেনে পাশের জমিতে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ।


No comments:
Post a Comment