ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল, বেলডাঙা, ৬ এপ্রিলঃ বেলডাঙায় ভীতসন্ত্রস্ত ভোটারদের দেখা করে তাদের অভয় প্রদান করলেন জেলাশাষক পি উল্গানাথন ও পুলিশ সুপার শ্রী মুকেশ। শনিবার বেলা ১১ টা নাগাদ বেলডাঙা থানার স্পর্শকাতর বুথ শিবপুর, রতনপুর, বেতবেরিয়া সহ বেশ কিছু এলাকায় সাধারণ ভীতসন্ত্রস্ত ভোটারদের সঙ্গে কথা বলেন। তাদের পাশে থাকার পূর্ণ আশ্বাস জানায় জেলাশাষক ও পুলিশ সুপার।


No comments:
Post a Comment