05 April 2019

বেলডাঙায় নাকা চেকিংয়ে প্রায় ৭ কিলো রুপো উদ্ধার



ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল, বেলডাঙা, ৫ এপ্রিলঃ বেলডাঙায় প্রায় ৭ কিলো রুপো উদ্ধার, আটক এক পাচারকারী। শুক্রবার বেলা ২ টা নাগাদ সারগাছি পুলিশ ফাঁড়ির সামনে ৩৪ নং জাতীয় সড়কে এসএসটি টিম ও পুলিশের যৌথ্য নাকা চেকিংয়ে সময় রুপো সহ আটক করে এক পাচারকারী কে। পাচারকারীর নাম রঞ্জিত সরকার। বাড়ি নবদ্বীপ। সূত্রে জানা যায়, এদিন সরকারি বাসে করে বহরমপুর থেকে রুপো নিয়ে নবদ্বীপ যাচ্ছিল। পুলিশ রুপো সিজ করে পাচারকারীকে আটক করেছে।


No comments:

Post a Comment