08 April 2019

বেলডাঙায় নাকা চেকিংয়ে উদ্ধার তিন লক্ষ টাকা




ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল, বেলডাঙা, ৮ এপ্রিলঃ বেলডাঙায় নাকাচেকিংয়ে উদ্ধার হল তিন লক্ষ টাকা। রবিবার মাঝরাতে সারগাছি পুলিশফাঁড়ির সামনে ৩৪ নং জাতীয় সড়কে নাকা চেকিংয়ের সময় এই টাকা উদ্ধার হয়। জানা যায়, এদিন মাঝরাতে নাকা চেকিংয়ের সময় চার চাকা গাড়িতে (এক্স ইউ ভি) সানি সাও নামে একজন ব্যক্তির কাছ থেকে তিন লক্ষ টাকা উদ্ধার হয়। এদিনই একই সময়ে অন্য আর একটি মারতি গাড়িতে এক ব্যক্তির কাছ থেকে একটি পিস্তল সহ উদ্ধার  হয় ৭ লক্ষ টাকা। সেগুলির বৈধ্য কাগজ থাকায় পিস্তল ও টাকা ছেড়ে দেওয়া হয়।

No comments:

Post a Comment