ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল ও ইনজামাম, বেলডাঙা, ২৪ মার্চঃ বেলডাঙায় লরির ধাক্কায় মৃত এক স্কুল পড়ুয়া। মৃত পড়ুয়ার নাম ইয়ানবি সেখ(১৬)। সে বেগুনবাড়ি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর দেড় টা নাগাদ বেলডাঙা থানার বেগুনবাড়ি মোড় সংলগ্ন এলাকায়। জানা যায়, এদিন দোকানে কাজ সেরে বাড়ি ফিরছিল ইয়ানবি সেখ। বাড়ি আসার পথে বেগুনবাড়ি মোড় সংলগ্ন আমতলা-বহরমপুর রাজ্য সড়কে আমতলাগামি একটি দশচাকা লরি পেছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয়রা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘাতক লরি সহ চালক কে আটক করেছে পুলিশ।


No comments:
Post a Comment