ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল, বেলডাঙা, ২২ মার্চঃ পথ দুর্ঘটনায় গুরুতর আহত বেলডাঙার দুই যুবক। আহতদের নাম তৌফিকুর রহমান(১৮) ও রোজিন সেখ (১৮)। তাদের বাড়ি বেলডাঙা থানার বেগুনবাড়ি ও বেলডাঙা উত্তর পাড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা নাগাদ বহরমপুর থানার ন্যাকড়াতলা রিলায়েন্স পেট্রোল পাম্পের সামনে ৩৪ নং জাতীয় সড়কে। জানা যায়, এদিন দুই বন্ধু বহরমপুর থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে পাম্পের সামনে বহরমপুরগামী একটি বুলেরো গাড়ির সঙ্গে তাদের বাইকের ধাক্কা লাগে। নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইকটি ধাক্কা মারে পাশে দাড়িয়ে থাকা একটি লরিকে। গুরুতর আহত হয় তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে বহরমপুর মেডিকাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকেরা বাইক চালক তৌফিকুর রহমানের অবস্থার অবনতি দেখে কোলকাতা স্থানান্তর করে। বাইক আরোহী রোজিন সেখ বহরমপুর মেডিকাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


No comments:
Post a Comment