19 March 2019

বেলডাঙায় নাকা চেকিং এ ১৫ কেজি মাদক দ্রব্য উদ্ধার, আটক ১



ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল, বেলডাঙা, ১৯ মার্চঃ বেলডাঙায় নাকা চেকিং এর সময় উদ্ধার হল ১৫ কেজি পপিহাস্ক। আটক এক মাদক দ্রব্য পাচারকারী। মাদক পাচারকারীর নাম নাম হাসিবুর মন্ডল(২৬)। বাড়ি কালিগঞ্জ থানার হাটগোবিন্দপুর এলাকায়। সোমবার রাত্রি ৮ টা নাগাদ বেলডাঙা ব্লক-১ বিডিও বিরুপাক্ষ মিত্র  ও বেলডাঙা থানার ওসি তন্ময় ভক্তের যৌথ উদ্যোগে বেলডাঙা থানার বড়ুয়ার মোড় থেকে এই মাদক দ্রব্য উদ্ধার হয়।

No comments:

Post a Comment