13 March 2019

প্রায় ৩০০ পাখি মুক্তি পেল বেলডাঙার ওসির তৎপরতায়



ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল, বেলডাঙা, ১৩ মার্চঃ বেলডাঙা থানার ওসি তন্ময় ভক্তের তৎপরতায় মুক্তি পেল প্রায় ৩০০ টি ভড়ুই (বগারী) পাখি। বুধবার রাত্রি ৯ টা নাগাদ বেলডাঙা থানার কুমারপুর ফেরিঘাট থেকে পাখি গুলিকে উদ্ধার করে তাদের মুক্তি দেওয়া হয়। ঘটনায় খুশি বেলডাঙাবাসী।


সূত্রের খবর, এদিন গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙা থানার ওসি তন্ময় ভক্তের নির্দেশে পুলিশের টিম হাজির হয় কুমারপুর ফেরিঘাটে। সেখানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ৩০০ টি ভড়ুই পাখি। স্থানীয় ভাষায় বগারী নামে পরিচিত। পাখিগুলিকে উদ্ধার করে একটি ফাঁকা মাঠে তাদের মুক্তি দেওয়া হয়। পাখি প্রেমী ফারুক হোসেন জানাই, 'বেলডাঙা থানার ওসির এই উদ্যোগকে সাধুবাদ জানায়। এই ঘটনায় আগামী দিনে পাখি পাচারের পরিমান অনেকটাই কমে যাবে৷' ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। অভিযুক্তের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।



2 comments: