19 March 2019

ভোটের আগে ফের অশান্ত ডোমকল, খুন তৃণমূল নেতা



ওয়েবডেস্ক, কথাবার্তা, ডোমকল, ১৯ মার্চঃ লোকসভা নির্বাচনের আগে ফের অশান্ত ডোমকল। মৃত ১, আহত ১। দুষ্কৃতিদের হাতে খুন হলেন ডোমকল পঞ্চায়েত সমিতির মৎস ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ আলতাব সেখ(৪৫)। তার বাড়ি কুচিয়ামোড়া গ্রামে। সোমবার রাতে দলীয় মিটিং সেরে মোটর বাইকে করে বাড়ি ফিরিছিলেন আলতাব সেখ ও গড়াইমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাবির সেখ। পথে কুচিয়ামোড়া এলাকায় তাদের ঘিরে ধরে একদল দুষ্কৃতি। দুষ্কৃতিদের এলোপাথাড়ি কোপে  ঘটনাস্থলেই আলতাব সেখের মৃত্যু হয়। এদিন গুরুতর আহত হয়েছেন সাবির সেখ। তাকে বহরমপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ভিডিও 



No comments:

Post a Comment