05 March 2019

বেলডাঙায় খুন ১ ব্যক্তি, চাঞ্চল্য এলাকায়




ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল ও ইনজামাম, বেলডাঙা, ৫ মার্চঃ বেলডাঙায় খুন হল ১ ব্যক্তি। মৃতের নাম আনিসুর রহমান(৪০)। তার বাড়ি মির্জাপুর ভাদুরী খামার এলাকায়।  মঙ্গলবার ভোরে তার মৃতদেহ উদ্ধার করে বেলডাঙা থানার পুলিশ মির্জাপুর শীতলপাড়া চারাতলা এলাকার রাস্তার পাশের জমি থেকে। তাকে শ্বাস রোধ করে খুন করা হয়েছে বলে মৃতের পরিবারের অনুমান। তাদের দাবী রাত প্রায় ১২ টা নাগাদ কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পুলিশ আজ ভোরবেলায় তার মৃতদেহ  শীতলপাড়া থেকে উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ। 

No comments:

Post a Comment