19 March 2019

বেলডাঙায় প্রশাসনের তৎপরতায় উদ্ধার বাচ্চা ব্ল্যাক কাইট পাখি



ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল, বেলডাঙা, ১৯ মার্চঃ বেলডাঙায় উদ্ধার হল বাচ্চা ব্ল্যাক কাইট পাখি। মঙ্গলবার বিকেল ৩ টা নাগাদ বেলডাঙা থানার কালিতলা মোড় থেকে উদ্ধার হয় পাখিটি। এদিন গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙা বিডিও বিরুপাক্ষ মিত্র এবং বেলডাঙা থানার ওসি তন্ময় ভক্ত বেলডাঙা ওয়ার্ড লাইফ সেভিয়ারের সহযোগিতায় পাখিটি উদ্ধার করেন। জানা যায়, উদ্ধার হওয়া পাখিটির বয়স প্রায় ৩ মাস। তাকে পাচার করে দেওয়ার উদ্দেশ্য ছিল পাচারকারীর। এদিনই সন্ধ্যা নাগাদ তাকে বহরমপুর সাউথ রেঞ্জ অফিসারদের হাতে তুলে দেন।


No comments:

Post a Comment