21 January 2019

বেলডাঙায় নিজের বিয়ে রুখলো মাধ্যমিক পরীক্ষার্থী




ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২১ জানুয়ারিঃ নিজের বিয়ে রুখলো মাধ্যমিক পরীক্ষার্থী। বেলডাঙা মির্জাপুর হাজী সলেমান চৌধুরী হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী রুবিনা খাতুনের অভিযোগ জোর করে তার বাড়ি থেকে বিয়ে দিতে চাইছে। সে জানায় তার পরিবার আগামী ৬ ফেব্রুয়ারী তারিখে বিয়ে ঠিক করেছে পাশের মহ্যমপুর গ্রামের এক চুলের ব্যবসারীর ছেলের সঙ্গে। স্কুলের শিক্ষকদের পরামর্শে সে ঘটনাটি বিডিও কে জানায়। বিডিও মেয়ের বাবা মানিজুল সেখকে ডেকে পাঠান। ১৮ বছরের আগে মেয়ের বিয়ে না দেয় তার সঙ্গে সেই শর্তে মুসলেকায় স্বাক্ষর করে নেন। মেয়েটির সাহসিকতায় খুশি পুরষ্কার দেওয়ার ঘোষনাও করেন বেলডাঙা-১ এর বিডিও।

No comments:

Post a Comment