21 January 2019

সুতিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন



ওয়েবডেস্ক, কথাবার্তা, সুতি, ২১ জানুয়ারিঃ ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হল মুর্শিদাবাদে। কয়েক দিন ধরে লাগাতার পুলিশি অভিযানে জেলার বিভিন্ন জায়গায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হল মুর্শিদাবাদের সুতিতে। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হল তিন। সোমবার দুপুরে সুতি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আহিরণ ব্রিজ থেকে থেকে মহাবীর ঘোষ(৩৬), দশরথ ঘোষ (৩০) ও প্রকাশ দাশ(৪০) নামে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাদের প্রত্যেকের বাড়ি সুতি থানার সাদিকপুর। ধৃতদের কাছ থেকে পাওয়া যায় ১টি 7.65mm, ২টি 9mm, ১টি DBBL, ১টি মাসকেট, ৪টি ওয়ান সাটার সহ ২৬ রাউন্ড গুলি।  এছাড়াও দুটি মাস্কট, তিনটি পাইপ গান এবং ৫ রাউন্ড গুলি।

No comments:

Post a Comment