ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ২৩ জানুয়ারীঃ মির্জাপুর চেতনা শিক্ষা নিকেতনের বার্ষিক সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল বুধবার। এদিন দুপুর ১২ টা নাগাদ পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ সনৎকর, বিএমওএইচ সালমান মন্ডল, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মহঃ সেলিম, প্রাক্তন প্রধান শিক্ষক আব্বাস আলী সহ বিশিষ্টরা।
এদিন সারাদিনব্যাপি নৃত্য, আবৃত্তি, হাস্যকৌতুক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রতিষ্ঠানের সম্পাদক করিম বক্স বলেন, 'আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণীর মোট ৩২০ জন শিক্ষার্থী আছে। আজ তাদের নিয়ে আমরা বার্ষিক পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম।' এদিন শিক্ষার্থী, অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।



No comments:
Post a Comment