14 January 2019

ধ্বংসের মুখে বেলডাঙার ১২৯ বছরের ঐতিহ্য



ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব,  বেলডাঙা, ১৪ জানুয়ারীঃ বেলডাঙা কাশিমবাজার রাজ গোবিন্দসুন্দরী বিদ্যাপীঠের মূল ভবনের ঐতিহ্য রক্ষার্থে উদ্যোগী হল প্রাক্তনীরা। সোমবার দুপুর ১ টা নাগাদ বেশ কিছু বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিদ্যালয়ের শিক্ষকদের এ বিষয়ে ডেপুটেশন দেয়। বিদ্যালয়ের  মূলভবনের বয়স ১২৯ বছর। বর্তমানের তার বেহাল অবস্থা। 


রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হতে বসেছে বেলডাঙ্গার ১২৯ বছরের গর্ব ঐতিহ্যবাহী স্থাপত্য বেলডাঙ্গা কাশিমবাজার রাজ গোবিন্দ সুন্দরী বিদ্যাপীঠের মূল ভবনটি। স্কুল কর্তৃপক্ষ ভবনটির রক্ষাণাবেক্ষণের দিকে হাত না বাড়িয়ে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে, এখন তার ধ্বংসের প্রহর গুনছে। সেই বেহাল অবস্থা কাটিয়ে বিদ্যালয়টিকে আরও ভালভাবে গড়তে একতা হয় তারা। এদিন প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে তারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের ডেপুটেশন দেয়। আগামী সপ্তাহে তারা আরও ভালভাবে প্রধান শিক্ষকের উপস্থিতিতে ডেপুটেশন দেওয়ার কথা জানাই। 

No comments:

Post a Comment