ওয়েবডেস্ক, কথাবার্তা, রেজিনগর, ১৬ জানুয়ারীঃ লরির চাকায় পিষ্ট হয়ে মৃত এক পড়ুয়ার। মৃতের নাম সাথী চক্রবর্তী (১৫)। তার বাড়ি রেজিনগর থানার বিকলনগর গ্রাম। সে কাশিপুর স্কুলের দশম শ্রেণির ছাত্রী। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা ৬ টা নাগাদ রেজিনগর থানার বিকলনগর এলাকার কালীবাড়ী মোড়ে। জানা যায়, সাইকেল নিয়ে বাড়ি থেকে টিউশন যাওয়ার পথে পেছন থেকে আসা একটি লরি ধাক্কায় মারলে লরির চাকাই পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত হয় তার।


No comments:
Post a Comment