12 January 2019

যুব দিবসে মুর্শিদাবাদে মিনি ম‍‌্যারাথন দৌড় প্রতিযোগিতা



ওয়েবডেস্ক, কথাবার্তা, নবগ্রাম, ১২ জানুয়ারীঃ দেশজুড়ে পালিত হচ্ছে ১২  জানুয়ারি জাতীয় যুব দিবস। আজ এই যুব দিবসে নবগ্রাম সিঙ্গার উচ্চ বিদ্যালয় ও নবগ্রাম সেনাছাউনীর যৌথ উদ্যোগে পরিচালিত হল ১০ কিমি মিনি ম‍‌্যারাথন প্রতিযোগিতা। এই দৌড় শুরু হয় পলসন্ডা পাওয়ার গ্রিড থেকে নবগ্রাম সিঙ্গার উচ্চ বিদ্যালয় পর্যন্ত। 


এদিনের প্রতিযোগিতায় প্রথম হয়েছে সিঙ্গার উচ্চ বিদ‍্যালয়ের ছাত্র পিয়ারুল সেখ। মোট ১৫ জনকে বিদ্যালয়ের পক্ষ থেকে পুরষ্কৃত করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগ্রাম সেনাবাহিনী প্রধান কর্ণেল প্রফুল্ল শ্রীবাস্তব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় মন্ডল সহ এলাকার অগণিত মানুষ।গ্রামের অভিভাবকদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। আগামী ২৩শে জানুয়ারি নেতাজীর জন্ম বার্ষিকীকে উপলক্ষে করে বিদ্যালয় প্রাঙ্গনে নেতাজি মূর্তির উন্মোচন হবে।

No comments:

Post a Comment