ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল ও ইনজামাম, বেলডাঙা, ২৬ জানুয়ারিঃ বেলডাঙা ব্লকের বিভিন্ন প্রতিষ্ঠান, সরাকারী দপ্তর সহ বিভিন্ন জায়গায় পালিত হল প্রজাতন্ত্র দিবস। এদিন বেলডাঙা-১ বিডিও অফিসে পতাকা উত্তোলন করেন বিডিও বিরুপাক্ষ মিত্র ও ওসি জামালদ্দিন।
এদিন বেলডাঙা এস আর এফ কলেজে এনসিসি ক্যাডারদের নিয়ে কলেজ ময়দানে চলে কুচকাওয়াজ। উপস্থিত ছিল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা সুজাতা মুখোপাধ্যায়, প্রাক্তন অধ্যক্ষ সনৎকর সহ বিশিষ্টরা। কলেজে এনসিসি চালু করেছিলেন ১৯৯৪ সালে অধ্যক্ষ সনৎকর। এদিন কুচকাওয়াজ এর পাশাপাশি ছিল ক্যারাটি প্রদর্শন, পিরামিড পরিদর্শন ও সার্জিক্যাল স্ট্রায়িক।




No comments:
Post a Comment