25 January 2019

জাতীয় ভোটার দিবস পালন বেলডাঙা-১ ব্লকে



ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল, বেলডাঙা, ২৫ জানুয়ারীঃ বেলডাঙায় অনুষ্ঠিত হল জাতীয় ভোটার দিবস। শুক্রবার সকাল ১১ টা নাগাদ এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বেলডাঙা-১ ব্লকের স্বয়ম্ভর গোষ্ঠির সভাকক্ষে। এদিন বিডিও ব্লকের ১৮ বছরের উর্ধ্বে নতুন ভোটারদের হাতে ভোটার কার্ড তুলে দেন এবং তাদের VVPAT, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিটের ব্যবহার শিখান। সর্বশেষে ভোটার দিবসকে কেন্দ্র করে ক্যুইজ প্রতি্যোগিতা হয় এদিন। তাদের হাতে পুরষ্কারও তুলে দেওয়া হয়। 


এদিন বিডিও বিরুপাক্ষ মিত্র একই সভাই যারা  'পিএনএওয়াই'এর  টাকা পেয়েও বাড়ি করেননি তাদের সভাই ডাকেন ও ঘর না করার কারণ জানতে চান। তিনি সভা কক্ষ থেকে তাদের সতর্ক করে দেন যে, তারা খুব শিঘ্রই যেন ঘর করে, তা না হলে টাকা ফেরত নিয়ে নেওয়া হবে।


No comments:

Post a Comment