26 January 2019

প্রজাতন্ত্র দিবসে নওদার হিতৈষী ক্লাবে সাংস্কৃতিক ক্রিয়া অনুষ্ঠান



ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল, নওদা, ২৬ জানুয়ারিঃ ২৭তম হিতৈষী সাংস্কৃতিক ও ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হল নওদায়। দুদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয় শনিবার। চলবে রবিবার পর্যন্ত। নওদা থানার বালি গ্রামে সংঘ প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন নওদা থানার ওসি মৃণাল সিংহ। দুদিনের অনুষ্ঠানে আকর্ষণীয় থাকছে মোরগ লড়াই,  ম্যারাথন দৌড়, আবৃত্তি,  অঙ্কন সহ বিভিন্ন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন নওদা থানার ওসি মৃণাল সিংহ, সমাজসেবী সাহাদত আলী বিশ্বাস সহ বিশিষ্টরা।

No comments:

Post a Comment