09 January 2019

নওদায় দুষ্কৃতিদের ছোড়া গুলিতে এক যুবক খুন




ওয়েবডেস্ক, কথাবার্তা, নওদা, ৯ জানুয়ারীঃ দুষ্কৃতিদের ছোড়া গুলিতে এক যুবক খুন। মৃতের নাম আমজাদ হোসেন (৩৫)। তার বাড়ি নওদা থানার এলেমনগর চাঁদপুর গ্রামে। মৃত যুবক মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সহ সভাপতি সিরাজুল ইসলামের ছেলে। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় ওই যুবককে কারা ফোন করে ডাকে। সে এলেমনগর গ্রামের কাছে মাঠে বাইকে করে পৌঁছালে সেখানে দুষ্কৃতিরা তাকে কাছ থেকে গুলি করে।স্থানীয় লোকজন তাকে আমতলা গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হয়। পরে সেখান থেকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হলে বুধবার সকালে তার মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ।

No comments:

Post a Comment