06 January 2019

বেলডাঙায় নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার নদী থেকে




ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ৬ জানুয়ারীঃ চার দিন নিখোঁজ থাকার পর অবশেষে মিলল ছাত্রের মৃতদেহ। মৃত ছাত্রের নাম সোমনাথ চন্দ্র, বাবার নাম রাজকুমার চন্দ্র। বাড়ি বেলডাঙা থানার কুমারপুর গ্রামে। সে বেলডাঙা কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল। স্থানীয় সূত্র জানা যায়, গত বৃহস্পতিবার কুমারপুর মাঠ থেকে তার জুতো ও সাইকেল পাওয়া গেলেও তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। রবিবার বেলা ১২টা নাগাদ মির্জাপুর মেলিনীপাড়ার ভাগীরথী নদীর ঘাটে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন। সেখান থেকে উদ্ধার করা হয় মৃতদেহটি। ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ। 

No comments:

Post a Comment