26 January 2019

শৌচালয়কে আকর্ষণীয় করে তুলতে অভিনব উদ্যোগ বেলডাঙা ব্লকের



ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল, বেলডাঙা, ২৬ জানুয়ারিঃ শৌচাগার নির্মাণে দেশের মধ্যে প্রথম দশে স্থান করে নিয়েছে মুর্শিদাবাদ। চলতি মাসে স্বচ্ছ ভারত মিশনের আম্বাসাডার বলিউড অভিনেতা অক্ষয় কুমারের হাত থেকে পুরস্কারও নিয়েছেন জেলা শাসক। জেলায় স্যানিটেশনে ব্যাপক প্রচার করে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন তিনি। 


এবার শৌচালয় ব্যবহারকে আরও আকর্ষণীয় করে তুলতে ব্যবহার করা হয়েছে শৌচালয়ের দেওয়ালে বিভিন্ন অঙ্কন চিত্র। আদর্শ আকর্ষণীয় ম্যাসেজ মূলক এই অঙ্কন চিত্র আঁচড় কেটেছে সাধারণ মানুষের মনে। বাড়িতে শৌচালয় থাকার সত্ত্বেও মাঠে ঘাঠে শৌচালয় করা বন্ধ করে তাদের শৌচালয়মুখী করার উদ্দেশ্যে এই অভিনব উদ্যোগ বলে জানা যায়। ম্যাসেজ মূলক এই চিত্র গুলিতে কোথাও আছে ছোটা ভীম কালিয়ার কথোপকথন, কোথাও আছে শৌচালয় না থাকায় ভোট প্রার্থীকে ভোট না দেওয়ার অঙ্গীকার, কোথাও মাঠে ঘাটে শৌচালয় না করার অঙ্গীকার।


চলতি মাসের গত ২১ তারিখে সারাদেশব্যাপি শৌচালয়ে ম্যাসেজ মূলক অঙ্কণ চিত্রে প্রতিযোগিতার উদ্দেশ্যে বেলডাঙা-১ ব্লকে ২৬০ টি শৌচালয়ে এরূপ অঙ্কণ চিত্রের ব্যবস্থা করেছিলেন বিডিও বিরুপাক্ষ মিত্র। সেই সমস্ত অঙ্কন চিত্রের ছবি পাঠানো হয়েছে দিল্লীতে। সেখানে আশানুরূপ ফল পাওয়ায় জেলার সমস্ত ব্লকে এরূপ অঙ্কন চিত্র করার সিদ্ধান্ত নেয় জেলাশাসক।

No comments:

Post a Comment