24 January 2019

বেলডাঙায় শুরু হল নক-আউট ফুটবল টুর্নামেন্ট



ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল ও ইনজামাম, বেলডাঙা, ২৪ জানুয়ারিঃ বেলডাঙায় অনুষ্ঠিত হল নক-আউট ফুটবল টুর্নামেন্ট।  বৃহস্পতিবার বিকেল ৩ টা নাগাদ বেলডাঙা স্টেডিয়ামে বেলডাঙা যুবক সংঘ পরিচালিত রমজান আলী ও মজিবুর রহমান মেমোরিয়াল নক-আউট ফুটবাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। রাজ্যের ৮টি টিম এই খেলায় অংশগ্রহন করে। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবি অধ্যপক সপ্তর্ষি সাহা, বেলডাঙা পৌরপিতা ভরত কুমার ঝাওর, ওসি জামালউদ্দিন, জাতীয় পুরষ্কার প্রাপ্ত শিক্ষক নরুল ইসলাম মিয়া সহ বিশিষ্টরা। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে  নদীয়া একাদশ বনাম ঝাড়খন্ড একাদশ। হাড্ডাহাড্ডি লড়ায়ের পর নদীয়া একাদশ ৫-০ গোলে ঝাড়খন্ড একাদশকে পরাজিত করে। ক্লাব সম্পাদক আলাউদ্দিন জানান, 'আমরা বিগত কয়েকবছর থেকে এই ফুটবল টুর্নামেন্ট করে আসছি। আমাদের এই খেলা দেখতে আসার জন্য সকল বেলডাঙাবাসীকে আমন্ত্রণ জানাই।'

No comments:

Post a Comment