ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল, বেলডাঙা, ৩০ জানুয়ারিঃ বেলডাঙা জাতীয় সড়ক দুর্ঘটনায় মৃত এক বাইক চালক ও আহত আরও এক বাইক আরোহী। মৃতের নাম ইয়াতরুল হক(২২) ও আহতের নাম কামালউদ্দিন সেখ। তাদের দুইজনের বাড়ি বেলডাঙা থানার দেবকুন্ড গ্রামে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা নাগাদ বেলডাঙা থানার পেট্রোল পাম্প সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়কে। আহত বাইক আরোহী সূত্রে খবর, তারা দুইজন বহরমপুর থেকে কাজ সেরে বাইকে করে বাড়ি ফেরার পথে পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ছিঁটকে পড়ে গেলে ঘটনাস্থলে মৃত হয় বাইক চালক ইয়াতরুলের এবং আহত হয় বাইক আরোহী কামালউদ্দিন। তাকে স্থানীয়রা বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।


No comments:
Post a Comment