01 February 2019

বেলডাঙা ব্লকে গোষ্ঠীর মেয়েদের বিক্ষোভ



ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল, বেলডাঙা, ১ ফেব্রুয়ারিঃ বেলডাঙা ব্লক অফিসে গোষ্ঠীর মেয়েদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা। বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার বেলডাঙা-১ ব্লক অফিসে দুপুর ১ টা নাগাদ ভাবতা-২ গ্রাম পঞ্চায়েত সেবা সংঘের সম্পাদিকা সুফিয়া খাতুনের দুর্নীতির বিরুদ্ধে অভি্যোগ তুলে বিক্ষোভ দেখায় প্রায় ২০০ জন গোষ্ঠী সদস্য। অভিযোগ, ভাবতা-২ গ্রাম পঞ্চায়েত সেবা সংঘের সম্পাদিকা সুফিয়া খাতুন দীর্ঘ দিন ধরে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে গোষ্টীর অন্যান্য সদস্যদের বঞ্চিত করতো এবং সেই সুবিধা নিজেই ভোগ করতো। গোষ্ঠীর অন্যান্য সদস্যদরা প্রতিবাদ করতে এলে তাদের ধমকানো চমকানোর কথা বলতো। এদিন তাই ভাবতা-২ গ্রাম পঞ্চায়েতের প্রায় ২০০ জন গোষ্ঠীর সদস্য সেবা সংঘের সম্পাদিকা সুফিয়া খাতুন কে পদ থেকে সরানোর দাবিতে ব্লক অফিসে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে বিডিও বিরুপাক্ষ মিত্র ও পঞ্চায়েত সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে তাদের ব্লক কনফারেন্স কক্ষে বসায় ও তাদের অভিযোগ শোনে। তাদের দ্রুত ভোটের মাধ্যমে পদ নির্বাচনের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।

No comments:

Post a Comment