ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল, বেলডাঙা, ৩০ জানুয়ারিঃ বেলডাঙায় মৎস্য চাষিদের বিতরণ করা হল চারাপোনা মাছ ও চুন। বুধবার দুপুর ১ টা নাগাদ বেলডাঙা-১ ব্লক প্রাঙ্গন থেকে এই মাছ বিতরণ করা হয়। এদিন সামাজিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় ব্লকের ২০ জন মৎস্য চাষীকে মাথাপিছু এক হাজার, মাছের চারা ও ৩০ কেজি চুন দেওয়া হয়। উপস্থিত ছিলেন বেলডাঙা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নজরুল ইসলাম, কর্মাধ্যক্ষ নাসরিন আক্তার বানু সহ বিভিন্ন আধিকারিকেরা।


No comments:
Post a Comment