06 December 2018

সপ্তম শ্রেণির নাবালিকা ছাত্রীর বিয়ে রুখল বেলডাঙ্গার পুলিশ



ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ৬ নভেম্বরঃ বেলডাঙ্গার  বেগুনবাড়ী হাই স্কুলের সপ্তম শ্রেণির নাবালিকা ছাত্রীর বিয়ে রুখল বেলডাঙ্গা পুলিশ প্রশাসন। বেলডাঙ্গা কাজিসাহা গ্রামের এলাই সেখের কন্যার সঙ্গে তকিপুরের নিবাসী মুস্তুফা সেখের ছেলের বিয়ে ঠিক হয়। মুস্তাফা শেখে ছেলের বয়স ১৯ বছর। সে পেশায় রাজমিস্ত্রির কাজ করে। মেয়ের বয়স ১৫ বছর। আগামীকাল তাদের বিয়ে হওয়ার কথাও ছিল। বিষয়টি বেলডাঙ্গার থানা ওসি জানতে পারলে ছেলে ও মেয়ে  দুজনের বাবাকে থানায় ডেকে পাঠায়। তাদেরকে ভালোভাবে বোঝানো তারা যেন ভবিষ্যতে এধরনের কাজ না করে। এব্যাপারে তাদের কাছ থেকে লিখিত নিয়ে তবেই ছেড়ে দেওয়া হয়। 

No comments:

Post a Comment