30 November 2018

পাঁচথুপীর সিংহবাহিনী মন্দির থেকে প্রায় ৩ লক্ষ টাকার গহনা চুরি




ওয়েবডেস্ক, কথাবার্তা, পাঁচথুপী, ৩০ নভেম্বরঃ পাঁচথুপীর সিংহবাহিনী মন্দির থেকে চুরি মায়ের গহনা। জানা যায় চুরি গেছে সোনা ও রূপোর গহনা যার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। শুক্রবার রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে মনে করছে গ্রামের সিংহ পরিবারের লোকজন।  রাত ২ টোর সময় সিংহ পরিবারের নজরে আসে মায়ের মন্দিরের তালা ভাঙা। পরিবারের পক্ষ থেকে বড়ঞা থানায় অভিযোগ জানানো হয়েছে। পাঁচথুপী গ্রামে এটি একটি প্রাচীন মন্দির। প্রায় ৫০০ বছর আগে মন্দিরে অবস্থিত সিংহবাহিনী মূর্তিটি প্রতিষ্ঠা করেন পাঁচথুপীর জমিদার রাজা দেবীদাস ঘোষহাজরা। এটি একটি পারিবারিক মন্দির। এই চুরির ঘটনায় গ্রামের মানুষ বেশ চিন্তিত। 

No comments:

Post a Comment