ওয়েবডেস্ক, কথাবার্তা, কাজীনূর জগতশেঠ, বেলডাঙা, ৭ নভেম্বরঃ শীতে আগুন পোয়ানো নয়, ছারখার করার মতো অগ্নিকান্ড ঘটে গেল নওদা থানার সর্বাঙ্গপুর বটুকনাথপুর গ্রামে বৃহস্পতিবার। এদিন সন্ধ্যার সময় গরুর গোয়াল ঘরে মশাল দিয়ে ঘুমোতে যান লিশাদ মন্ডল। কিন্তু রাত্রি গভীর হতে না হতে মশালের সেই আগুনের আঁচ এসে লাগে ঘরের চালে। তারপর রাত্রি দশটা নাগাদ আগুন ভয়াবহ রূপ ধারন করে। দাউ দাউ করে জ্বলতে থাকে পেশায় ক্ষেতমজুর লিশাদ মন্ডলের স্বপ্নের বাসা। প্রাইমারী স্কুল লাগোয়া বাড়িটির আশেপাশে জলাশয় না থাকায় আগুন নেভাতে পড়শীরা টিউবয়েলকে সম্বল করে। কিন্তু ততক্ষণে আগুন নিয়ন্ত্রনের বাইরে চলে যায়।
আংশিক সময়ের কাঠের ব্যবসায়ী লিশাদ মন্ডলের ঘরভর্তি কাঠ ছিল বলে আগুন প্রচন্ডরূপ পায়। আগুনের তীব্রতা বেড়ে পাশের বাড়ির চালে ছড়ায়। যদিও উপস্থিত লোকজন পাশের বাড়ির আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। প্রাননাশের খবর না থাকলে গোয়াল ঘরের গরুটি ক্ষতবিক্ষত হয়েছে। একটি গোয়াল ঘরসহ দুটি ঘর এবং আসবাবপত্র সবকিছু পুড়ে তছনছ হয়ে যাওয়ায় লিশাদ মন্ডল এখন দিশেহারা। এলাকাবাসীর ধারনা কমপক্ষে সাত থেকে আট লক্ষ টাকা ক্ষতিক্ষতির সম্মুখীন লিশাদ মন্ডল। এলাকাবাসী প্রশাসনিক তদন্তের দাবী এবং লিশাদ মন্ডল যাতে অবিলম্বে সরকারি সাহায্য পান তার আবেদন রেখেছেন।
আংশিক সময়ের কাঠের ব্যবসায়ী লিশাদ মন্ডলের ঘরভর্তি কাঠ ছিল বলে আগুন প্রচন্ডরূপ পায়। আগুনের তীব্রতা বেড়ে পাশের বাড়ির চালে ছড়ায়। যদিও উপস্থিত লোকজন পাশের বাড়ির আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। প্রাননাশের খবর না থাকলে গোয়াল ঘরের গরুটি ক্ষতবিক্ষত হয়েছে। একটি গোয়াল ঘরসহ দুটি ঘর এবং আসবাবপত্র সবকিছু পুড়ে তছনছ হয়ে যাওয়ায় লিশাদ মন্ডল এখন দিশেহারা। এলাকাবাসীর ধারনা কমপক্ষে সাত থেকে আট লক্ষ টাকা ক্ষতিক্ষতির সম্মুখীন লিশাদ মন্ডল। এলাকাবাসী প্রশাসনিক তদন্তের দাবী এবং লিশাদ মন্ডল যাতে অবিলম্বে সরকারি সাহায্য পান তার আবেদন রেখেছেন।



No comments:
Post a Comment