27 December 2018

রেজিনগরে লরি ও টুকটুক গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ১ শিশু, আহত ৫




ওয়েবডেস্ক, কথাবার্তা, রেজিনগর, ২৭ ডিসেম্বরঃ রেজিনগরে লরি ও টুকটুক গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ১ শিশু সহ আহত আরও ৫। আহতদের বহরমপুর মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত শিশুর নাম নাজবুল সেখ(১২)। বাড়ি আন্দুলবেড়িয়া পশ্চিমপাড়া। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা নাগাদ বিকলনগর কালীবাড়ি এলাকা সংলগ্ন সর্বাঙ্গপুর রোডে। জানা যায়,  এদিন সন্ধ্যা নাগাদ রেজিনগরগামী একটি লরির সঙ্গে সর্বাঙ্গপুরগামী একটি টুকটুক গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় শিশুটির। চালক সহ আরও ৪ জন টুকটুক আরহী গুরুত্বর অবস্থায় বহরমপুর মেডিকাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

No comments:

Post a Comment