17 December 2018

বেলডাঙায় অস্ত্রসহ আটক এক দুষ্কৃতি



ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ১৭ ডিসেম্বরঃ বেলডাঙায় ১টি 9mm, ১টি 7mm, ৬টি পাইপ গান ও ছয় রাউন্ড গুলি সহ আটক একজন দুষ্কৃতি। দুষ্কৃতির নাম গাজি রহমান। বাড়ি বেলডাঙা মির্জাপুর বাঁধপাড়া এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার দুপুর ২ টা নাগাদ তাকে বেলডাঙা মির্জাপুর গ্রামের সাথি ইট ভাটা থেকে বেলডাঙা থানার পুলিশ আটক করে। সোমবার তাকে আদলতে তোলা হবে।

No comments:

Post a Comment