17 December 2018

রানীনগর থেকে গ্রেপ্তার বাংলাদেশী অনুপ্রবেশকারী



ওয়েবডেস্ক, কথাবার্তা, রানীনগর, ১৭ ডিসেম্বরঃ রানীনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এক অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করলেন রানীনগর থানার পুলিশ। ধৃতের নাম আফান সেখ(৩০)। বাড়ি বাংলাদেশের নবাবগঞ্জ এলাকায়। আফান শেখকে রাণীনগর থানা এলাকার  চর সরনদাজপুর এলাকা থেকে সোমবার  গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে রানীনগর থানার পুলিশ। 

No comments:

Post a Comment