ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ১৮ ডিসেম্বরঃ লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যবসায়ীকের। মৃতের নাম আজিজুল হক(৩৩)। ঘটনাটি ঘটেছে বেলডাঙা-কুমারপুর রাজ্য সড়কের বড়ুয়া মোড়ে মঙ্গলবার দুপুর ২ টা নাগাদ। ঘটনায় ঘাতক গাড়ি আটক হলেও চালক পলাতক। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে নিজের ব্যাগের দোকানে বসেছিল আজিজুল সেখ। দোকান থেকে বাইরে বের হওয়ার সময় পা পিচ্ছলে পরে যায় রাস্তায়। ঠিক সেই সময় কুমারপুরের দিকে যাওয়া একটি ১২ চাকা পাথর ভর্তি লরি তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনায় এলাকাবাসী ঘাতক লরিকে আটক করতে পারলেও চালক পলাতক। ঘটনায় শোকের ছায়া এলাকায়।


No comments:
Post a Comment