21 December 2018

বেলডাঙায় আগ্নেয় অস্ত্রসহ আটক আরও এক দুষ্কৃতি




ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২১ ডিসেম্বরঃ বেলডাঙায় আবারও আগ্নেয় অস্ত্র সহ আটক এক দুষ্কৃতি। ১টি 9mm, ১টি 7mm, ১টি মাসকেট, ৪টি পাইপ গান ও ১০ রাউন্ড গুলি সহ দুষ্কৃতিকে আটক করে পুলিশ। দুষ্কৃতির নাম আনসার আলী ওরফে হাবল সেখ। বাড়ি বেলডাঙা মির্জাপুর মাঠপাড়া এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার বেলা ১০ টা নাগাদ তাকে বেলডাঙা মির্জাপুর খাগরুপাড়ার মোড় থেকে বেলডাঙা থানার পুলিশ আটক করে।


No comments:

Post a Comment