ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ২৩ ডিসেম্বরঃ বেলডাঙায় বিদ্যুৎ পিষ্ট মৃত ১ লরির খালাসি। পুলিশ সূত্রে জানা যায় মৃতের নাম রাজেস যাদব(২২)। তার বাড়ি বিহারের বাকা জেলায়। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৮ টা নাগাদ বেলডাঙা থানার আনসার মোড় এলাকায়। সূত্রের খবর, এদিন বিকেল নাগাদ মুর্শিদাবাদ জেলার ইসলামপুর এলাকা থেকে লরি বোঝায় কাঁচা লঙ্কা নিয়ে নিজের রাজ্যর উদ্দেশ্যে রওনা দেয়। বেলডাঙা থানার আনসার মোড় পর্যন্ত আসার পরই সেখানে লঙ্কা ভর্তি গাড়ির দড়ির বাধন শক্ত করতে জাতীয় সড়কের পাশে লরি দাঁড় করে লরির উপর উঠলে মাথায় উপর থাকা ইলেকট্রিক তারের শকে ঘটনাস্থলে মৃত্যু হয় লরির খালাসি রাজেস যাদবের। বেলডাঙা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।


No comments:
Post a Comment