ওয়েবডেস্ক, কথাবার্তা, ভগবানগোলা, ১০ নভেম্বরঃ বন্ধুদের সঙ্গে পদ্মায় স্নান করতে নেমে জলে ডুবে মৃত এক। মৃতের নাম নূর আমিন সেখ (৩৬)। গত বৃহস্পতিবার সকাল ৯ টায় মেহেদী হাসান (বিপ্লব), কামাল সেখ, মেহের সেখ ৩ বন্ধুর সঙ্গে নূর আমিন সেখ পদ্মায় স্নান করতে যায়।
নূর আমিন সেখ (৩৬) বন্ধুদের সাথে তর্ক করে বেট ধরে ভগবানগোলার চরলবনগোলার পদ্মায় সাঁতার কাটতে গিয়ে জলে তলিয়ে যায়। দুদিন ধরে ডুবুরি নামিয়েও কোনো খোঁজ পাওয়া যায়নি। শনিবার বেলা ১টায় জলে জাল ফেললে দেহ ভেসে ওঠে। প্রশাসন সূত্রে খবর, দেহ ময়নাতদন্তের জন্য লালবাগ হাসপাতালে পাঠানো হয়।


No comments:
Post a Comment