ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ১২ নভেম্বরঃ বেলডাঙায় শুরু হল জলতরঙ্গ উৎসব ফুটবল টুর্নামেন্ট ২০১৮। সোমবার বেলডাঙা বড়ুয়া স্টেডিয়াম মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করলেন মুর্শিদাবাদ জেলা ডি.এস.পি.ডি.এন্ড.টি. জীবনেশ রায়। এই টুর্নামেন্টের মূলপর্বে খেলবে বেলডাঙা থানা এলাকার মোট ১৬ টি দল। ৩২ টি দল নিয়ে বাছাই পর্ব শুরু হয়েছিল। এদিন থেকেই মূলপর্বের খেলা শুরু হল। এই খেলা চলবে প্রায় ১ মাস ধরে। বেলডাঙা থানা এলাকার বিভিন্ন মাঠে খেলা হবে বলে জানা যায়।
এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলডাঙা-১ ব্লকের বিডিও বীরুপাক্ষ মিত্র, সদর সি আই শ্রী অমিত নন্দী, রেজিনগরের বিধায়ক রবিউল আনম চৌধুরী, নদীয়ার কালীগঞ্জের বিধায়ক হাসানুজ্জামান, বেলডাঙা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নজরুল ইসলাম, বেলডাঙা পৌরসভার চেয়ারম্যান ভরত কুমার ঝাওড়, জেলার দুই রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক মোঃ নুরুল ইসলাম মিয়া ও মোঃ সেলিম এবং এলাকার বিশিষ্টজনেরা।
ছবিঃ মোঃ ইনজামাম হাবিব




No comments:
Post a Comment