ওয়েবডেস্ক, কথাবার্তা, হরিহরপাড়া, ১০ নভেম্বরঃ খাদ্যে বিষক্রিয়ার মৃত্যু এক ছাত্রী, অসুস্থ একই পরিবারের আরও তিন জন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার কেদারতলা গ্রামে। মৃতার নাম মরিয়ম খাতুন (১০)। সে চতুর্থ শ্রেণির ছাত্রী। তার বাড়ি হরিহরপাড়া থানার নশিপুর গ্রামে। সে কেদারতলা গ্রামে আত্মীয়ের বাড়ি বেড়াতে আসে।
রাতে তারা প্রত্যেকেই বাড়ির খাবার খেয়ে ঘুমাতে যায়। মাঝ রাত থেকে তারা অসুস্থ বোধ করে। প্রত্যেকের বমি, পাতলা পায়খানা ও পেটে ব্যথা অনুভব করে। সকাল ৯ টা নাগাদ কেদারতলা গ্রামে আত্মীয়ের বাড়িতেই মৃত্যু হয় মরিয়ম খাতুনের।
অসুস্থ সাহানারা বিবি(৫৫),পলি খাতুন (১৪),হোসাইন সেখকে(৫) বহড়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অসুস্থ সাহানারা বিবি(৫৫),পলি খাতুন (১৪),হোসাইন সেখকে(৫) বহড়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।




No comments:
Post a Comment