ওয়েবডেস্ক, কথাবার্তা, ডোমকল, ১৬ নভেম্বরঃ বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক জনের। মৃতের নাম মনিরুল মন্ডল (৩০)। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ডোমকল থানার ঘোড়ামারা এলাকায়।
জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে মনিরুল মন্ডল আরও বেশ কয়েকজন মাঠের মধ্যে বোমা বাঁধার কাজ করছিল। ভোর পর্যন্ত চলছিল বোমা বাঁধার কাজ। এদিন সকালে সেই ফেটে মৃত্যু হয় মনিরুলের। পাশাপাশি আরও বেশ কয়েকজন জখম হয়েছে বলে খবর। যদিও তারা পলাতক। ডোমকল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।


No comments:
Post a Comment