15 November 2018

সাড়ম্বরে শিশু দিবস পালন আন্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ে



ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ১৫ নভেম্বরঃ সাড়ম্বরে পালিত হল শিশু দিবস বেলডাঙা চক্রের ৩০ নং আন্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ে ১৪ নভেম্বর। শিশু দিবস উপলক্ষ্যে এক অভিনব উদ্যোগের সাক্ষী থাকলো বেলডাঙ্গার আন্ডিরণ  গ্রামবাসী। এদিন পণ্ডিত জহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করে বিদ্যালয়ের শিশু সংসদের প্রধান মন্ত্রী রচনা মন্ডল। এই বিশেষ দিনটা সকল শিশুর উদ্দেশ্যে জন্মদিনের বড় কেক কাটে ও ভাইফোঁটা দেয় বিদ্যালয়ের ছোট ছোট শিশুরা। আনন্দপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান সবটাই পরিচালনা করে বিদ্যালয়ের ছোট ছোট শিশুরা ও শিশু সংসদের মন্ত্রীরা।


বেগুনবাড়ি অঞ্চলের সৌজন্যে ১০টি ঝাউগাছ ও ৪টি দেবদারু গাছ‌ও এদিন লাগানো হয় বিদ্যালয়ের বাগানে। প্রাক প্রাথমিক এর স্নিগ্ধা ও  রচনা মন্ডল নৃত্য, বেলডাঙ্গা জি এস এফ পি বিদ্যালয় এর প্রধান শিক্ষকা গার্গী মুখার্জীর ও হোসেনপুর বিদ্যালয়ের শিক্ষক নির্বাণ মন্ডল সংগীত পরিবেশন করেন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত বলেন, 'রাজ্যস্তরীয় শিক্ষা আলোচনা টিমের লক্ষ্য শুধুমাত্র পঠন পাঠন নয়, শিশুর দৈহিক, মানসিক ও নান্দনিক বিকাশ প্রয়োজন। শিশুদের ভালোলাগা, ইচ্ছা ও স্বপ্নকে বাস্তব রুপ আমাদের‌ই দিতে হবে। অভিভাবক -শিক্ষক -শিক্ষার্থী পরস্পরের প্রতি বিশ্বাস, আস্থা ও ভালোবাসার নিবিড় বন্ধন আরও দৃঢ় ও অটুট হোক। বিদ্যালয় ও শিক্ষক সমাজ সমাজের‌ই অবিচ্ছেদ্য অংশ। সকলের মেল বন্ধনে শিশুর উপযোগী শিক্ষার পরিবেশ দরকার। সকলকে একত্রিত করে 'শিক্ষা আলোচনা' আজ এই চক্রের গুণী শিক্ষক শিক্ষিকাদের যেমন পেয়েছি, পেয়েছি  অভিভাবক অভিভাবিকাদের, আধিকারিক সহ সকলকেই। এক অফুরন্ত অকৃত্রিম আনন্দ   ভালোবাসা উজার করে দিয়ে গেল আমাদের প্রিয় ছোট ছোট শিশুদের।'

No comments:

Post a Comment