ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ১৬ নভেম্বরঃ বেলডাঙা মির্জাপুর হাই স্কুলে অনুষ্ঠিত হল বিদায় সম্বর্ধনা। বৃহস্পতিবার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও এলাকাবাসী চোখের জলে বিদায় জানালেন প্রধান শিক্ষক আব্বাস আলীকে। প্রাক্তন প্রধান শিক্ষক বিদায় বেলায় বিদ্যালয়ের হাতে তুলে দেন পঞ্চাশ হাজার টাকা।
২০০৭ সালের ১৪ আগস্ট আব্বাস আলী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন বেলডাঙা মির্জাপুর হাজী সলেমান চৌধুরী হাই স্কুলে। মহান দায়িত্বের গুরুভার নিজের কাঁধে তুলে নিয়ে তারপর তিনি এগিয়ে নিয়ে চলেন ২০১৮ সালের ৩১ অক্টোবর পর্যন্ত। শিক্ষার্থীদের নিয়ে তিনি একনিষ্ঠের সঙ্গে বিদ্যালয়ের প্রশাসন পরিচালনার করেন। তাঁর বিদ্যালয় পরিচালনায় মুগ্ধ হয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষকা ও এলাকাবাসী। এদিন বিদ্যালয়ে তাঁকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষিকা, পার্শ্বশিক্ষক, অশিক্ষক কর্মচারী, বিদ্যালয় প্রশাসন কমিটি, এলাকাবাসী ও কৃতী শিক্ষার্থীরা। বিদায় বেলায় তাঁকে চোখের জলে বিদায় জানাই সকলে।



No comments:
Post a Comment